গত চার মাসে ইরানের তেলবহির্ভুত বাণিজ্যের পরিমাণ কত ছিল?
আগস্ট ০৯, ২০২৫ ১৪:৩৫ Asia/Dhaka
পার্সটুডে - ইরানের শুল্ক বিভাগ গত চার মাসে দেশটির তেলবহির্ভুত বাণিজ্যের পরিমাণ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত চার মাসে দেশটির তেলবহির্ভুত বাণিজ্যের পরিমাণ ৬ কোটি ১০ লাখ ২০ হাজার টন এবং এর আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৩,৪১৭ কোটি ৫০ লাখ ডলারে।
পার্সটুডে'র রিপোর্ট অনুযায়ী, ইরানের শুল্ক বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মোট তেল-বহির্ভূত বাণিজ্যের মধ্যে, ১৬ বিলিয়ন ৫৪৯ মিলিয়ন ডলার মূল্যের ৪৮ মিলিয়ন ৮১১ হাজার টন পণ্য তেল-বহির্ভূত রপ্তানি জন্য বরাদ্দ করা হয়েছিল।
চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান এবং ওমান ছিল ইরানের তেলবহির্ভুত রপ্তানির প্রধান গন্তব্য।#
পার্সটুডে/এমএআর/৯
ট্যাগ