কোনো হুমকিই ইরানের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না: রিয়ার অ্যাডমিরাল সাইয়ারি
-
সাইয়ারি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনা বাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, কোনো হুমকিই ইসলামী ইরানের নিরাপত্তা ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইমাম আলী (আ.) সামরিক একাডেমির শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি ইমাম আলী (আ.)-এর শান্তি ও যুদ্ধ সংক্রান্ত একটি উপদেশ উদ্ধৃত করে বলেন, “শান্তি চাইলে যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে।” তিনি বলেন, এই প্রজ্ঞাময় উপদেশ প্রমাণ করে স্থায়ী শান্তি ও নিরাপত্তা কেবলমাত্র শক্তি, যুদ্ধপ্রস্তুতি এবং প্রতিরোধক্ষমতার মাধ্যমেই অর্জিত হতে পারে।
ইরানের সেবাহিনীর চিফ অব স্টাফ শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় সেনাবাহিনীর শহিদরা নিজেদের জীবন উৎসর্গ করে দেশের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করেছেন। তারা শত্রুকে দেশের এক ইঞ্চি জমিও দখল করতে দেননি। আজকের সামরিক বাহিনী সেই গৌরবময় শহিদদের পথের উত্তরসূরি, যারা ঈমান, সাহস ও নিষ্ঠার সঙ্গে ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় সদা প্রস্তুত রয়েছে।
রিয়ার অ্যাডমিরাল সাইয়্যারি ইরানি যোদ্ধাদের আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনা তুলে ধরে বলেন বিমানবাহিনীর শহীদ জেনারেল মোহাম্মদ খালয়াতবারি'র অমর উত্তি স্মরণ করিয়ে দেন। তিনি বলেছিররেন “যদি আমার মাতৃভূমির এক বিন্দু মাটিও শত্রুর বুটে আটকে থাকে তাহলে আমি তা নিজের রক্ত দিয়ে ধুয়ে ফেলব”। এই বক্তব্যকে তিনি ইসলামি ইরানের যোদ্ধাদের দেশপ্রেম ও বিপ্লবের প্রতি আনুগত্যের গভীরতার প্রতীক হিসেবে বর্ণনা করেন।
তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্রের সেনাবাহিনীর মূল দায়িত্ব তিনটি মৌলিক নীতিতর ওপর ভিত্তিশীল- দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, স্বাধীনতা সংরক্ষণ এবং ইসলামি প্রজাতন্ত্রের পবিত্র ব্যবস্থার সুরক্ষা। এই তিন নীতিই সেনাবাহিনীর সকল কার্যক্রম, প্রশিক্ষণ ও কর্মসূচির দিকনির্দেশক।
সবশেষে অ্যাডমিরাল সাইয়্যারি বলেন, বর্তমান ইরানি সেনাবাহিনী যে শক্তি ও মর্যাদার অধিকারী হয়েছে তা তাদের বিশ্বাস, প্রজ্ঞা, শৃঙ্খলা এবং সর্বোচ্চ নেতার নির্দেশনার প্রতি আনুগত্যের ফসল। যতদিন এই মূল্যবোধগুলো সশস্ত্র বাহিনীর মধ্যে অটুট থাকবে, ততদিন কোনো হুমকি ইসলামী ইরানের নিরাপত্তা ও স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারবে না।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।