ইরান-ইউরেশিয়ান ইউনিয়নের সহযোগিতা শক্তিশালী অঞ্চলের ভিত্তি স্থাপন করবে: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i155348-ইরান_ইউরেশিয়ান_ইউনিয়নের_সহযোগিতা_শক্তিশালী_অঞ্চলের_ভিত্তি_স্থাপন_করবে_পেজেশকিয়ান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট তেহরান এবং ইউরেশিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতাকে জাতীয় সার্বভৌমত্ব শক্তিশালী করে একটি শক্তিশালী অঞ্চল তৈরির দীর্ঘমেয়াদী কৌশল হিসাবে বর্ণনা করেছেন।
(last modified 2025-12-22T07:57:50+00:00 )
ডিসেম্বর ২২, ২০২৫ ১২:৩৩ Asia/Dhaka
  • • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট তেহরান এবং ইউরেশিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতাকে জাতীয় সার্বভৌমত্ব শক্তিশালী করে একটি শক্তিশালী অঞ্চল তৈরির দীর্ঘমেয়াদী কৌশল হিসাবে বর্ণনা করেছেন।

রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তানের প্রেসিডেন্ট এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর অংশগ্রহণে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সুপ্রিম কাউন্সিলের বৈঠকে এক বার্তায়, ইরানের প্রেসিডেন্ট রবিবার লিখেছেন: "ইরান ও ইউরেশিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা জাতীয় সার্বভৌমত্ব শক্তিশালী করে, পরিবহন ও বাণিজ্য সহজতর করে, জ্বালানি নিরাপত্তা উন্নত করে, প্রযুক্তি উন্নয়ন করে, যৌথ আর্থিক ও ব্যাংকিং অবকাঠামো তৈরি করে এবং জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধি করে একটি শক্তিশালী অঞ্চল তৈরির জন্য একটি দীর্ঘমেয়াদী কৌশল।"  পার্সটুডে জানিয়েছে, পেজেশকিয়ান আরও বলেন: "আমি নিশ্চিত যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক সুসম্পর্ক এবং ভৌগোলিকভাবে ঘনিষ্ঠ থাকার সুবিধাকে লাগিয়ে আমরা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সফল মডেল হতে পারি।"

তিনি উল্লেখ করেন: "ভবিষ্যৎ সেইসব জাতির যারা সহযোগিতা এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে অগ্রগতির পথ প্রশস্ত করে।"

ভেনেজুয়েলা মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ এবং জলদস্যুদের আগ্রাসনের সম্মুখীন: মাদুরো

অন্য খবরে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রবিবার সন্ধ্যায় বলেন: ভেনেজুয়েলা ২৫ সপ্তাহ ধরে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ থেকে শুরু করে তেল ট্যাঙ্কারে আক্রমণকারী জলদস্যুতা পর্যন্ত সব রকম আগ্রাসনের শিকার হচ্ছে। তিনি আমেরিকার এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন তারা পরাজিত হবে। তিনি জোর দিয়ে বলেন যে হুমকি ও আগ্রাসন সত্ত্বেও, ভেনেজুয়েলা "একটি শক্তিশালী দেশ এবং বিপ্লবের পথে অটল থাকবে।"

টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া ফিরিয়ে দিন, তারপর তেল নিয়ে কথা হবে: ট্রাম্পকে পেট্রো

এদিকে, ভেনেজুয়েলার তেল সম্পর্কে ট্রাম্পের সাম্প্রতিক অভিযোগের জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন: "আসুন একটি চুক্তি করি। তোমরা (আমেরিকানরা) যা চুরি করেছ তা ফিরিয়ে দাও এবং তারপর আসুন এটি নিয়ে কথা বলি।"

জাতিসংঘ গাজার ১,০০,০০০ শিশুর মধ্যে তীব্র অপুষ্টির বিষয়ে সতর্ক করেছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানমের একটি প্রতিবেদন অনুসারে, গাজা থেকেও খবর এসেছে, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে গাজা উপত্যকায় ১,০০,০০০ এরও বেশি শিশু এবং ৩৭,০০০ গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলা তীব্র অপুষ্টির সম্মুখীন হতে পারেন। তিনি জোর দিয়ে বলেন যে গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি মোকাবেলার প্রচেষ্টা "খুবই ভঙ্গুর"।

বিশ্বব্যাপী দাসত্ব ক্ষতিপূরণের দাবি

অন্যদিকে, ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামা, দাসত্ব ক্ষতিপূরণের দাবিতে একটি বিশ্বব্যাপী প্রতিনিধিদলের সাথে এক বৈঠকে, ইউরোপীয় শক্তির দাসত্ব এবং উপনিবেশবাদের কারণে ক্ষতিপূরণ আদায়ের জন্য আফ্রিকান কর্তৃপক্ষ এবং জনগণের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন: "সমস্ত আফ্রিকান জনগণের ঐক্যের সাথে সম্পর্কিত ঘানার পতাকার কালো তারকাটি দেশের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।" #

পার্সটুডে/এমআরএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন