হুমকি মোকাবেলায় আমাদের আশ্চর্যজনক ক্ষমতা থাকবে: ইরানের প্রতিরক্ষামন্ত্রী
-
ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ
পার্সটুডে- ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, শত্রুরা যদি ভুল করে, তাহলে আমরা বিশ্বের যেকোনো জায়গায় তাদের সকল স্বার্থে আঘাত হানব।
পার্সটুডে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন: হুমকি মোকাবেলা করার জন্য আমাদের কাছে অপ্রত্যাশিত কর্মপন্থা রয়েছে এবং আক্রমণকারীদেরকে এই অপ্রত্যাশিত ঘটনা থেকে প্রচুর যন্ত্রণা ভোগ করতে হবে।
তিনি এ যুগের ফেরাউন এবং বিভিন্ন অজুহাতে ইরানি জনগণকে সামরিক হামলার হুমকি দেওয়া দালালদের সতর্ক করে বলেন: যদি তারা ভুল করে এবং আমাদের দেশের স্বার্থে আক্রমণ করে, তাহলে আমরা বিশ্বের যেকোনো স্থানে তাদের সকল স্বার্থে আক্রমণ করব, এবং যে কোনও দেশ এই আক্রমণকে সমর্থন করে বা আক্রমণকারীদেরকে ঘাঁটি ব্যবহার করতে দেয় তাহলে তাদেরকেও হামলার লক্ষ্যবস্তু করা হবে।#
পার্সটুডে/এমআরএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।