ইরানিরা দেশ রক্ষায় সরকারের পাশে রয়েছে: ইসলামিক রিপাবলিকান পার্টি
-
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ইরানিদের বিক্ষোভ
পার্সটুডে- সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ইরানের ইসলামিক রিপাবলিকান পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের জনগণ প্রমাণ করেছে তারা যেকোনো পরিস্থিতিতেই নিজেদের ভূমি ও দেশের প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক রিপাবলিকান পার্টির রাজনৈতিক দপ্তরের বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে- ইরানের জনগণ সব অবস্থায় দেশ ও মাতৃভূমির সুরক্ষায় অটল থেকেছে এবং ভবিষ্যতেও অটল থাকবে। এটা থেকে এ বিষয়টি স্পষ্ট- ভেতর থেকে হোক বা বাইরে থেকে হোক, বিভিন্নভাবে তাদের ওপর জোরজবরদস্তি বা চাপ প্রয়োগ করা সম্পূর্ণ অর্থহীন।
খোরাসান রাজাভি প্রদেশের রাজনৈতিক দলগুলো দাঙ্গা-বিশৃঙ্খলার নিন্দা জানিয়েছে
উত্তর-পূর্ব ইরানের খোরাসান রাজাভি প্রদেশের রাজনৈতিক দল ও সংগঠনগুলো এক বিবৃতিতে জানিয়েছে, আমরা নাগরিকদের ন্যায্য দাবি অস্বীকার করি না, তবে যেকোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড, নিরাপত্তাহীনতা সৃষ্টির যেকোনো তৎপরতা, মানুষের জান-মালের ঝুঁকি তৈরি করে এমন কার্যক্রম এবং সরকারি ও বেসরকারি সম্পত্তিতে আঘাত- এসবই দাঙ্গার শামিল এবং নিন্দনীয়।
তারা আরও বলেছে, ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা জনগণের সাধারণ প্রতিবাদকে অপব্যবহার করে অশান্তি সৃষ্টি করা ও ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টার কঠোর নিন্দা জানাচ্ছি। ইরানি জনগণ নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারী এবং তারা কখনোই বিদেশিদের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারিত হতে দেবে না।
সাম্প্রতিক ইরানি ঘটনাবলী নিয়ে কাজভিন প্রদেশের রক্ষণশীলদের বিবৃতি
পশ্চিম তেহরানের কাজভিন প্রদেশের রক্ষণশীল দলগুলো সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে বিদেশি শত্রুদের উসকানির বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর জোর দিয়েছে। একই সঙ্গে তারা বলেছে, জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে জনগণের জীবিকা-সংক্রান্ত উদ্বেগ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আরও মনোযোগী হওয়া উচিত।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিভিন্ন অঞ্চলে যা দেখা গেছে, তা স্পষ্টভাবে বিদেশি শত্রুদের উসকানি ও হস্তক্ষেপের প্রমাণ, যার উদ্দেশ্য ইরানে নিরাপত্তাহীনতা ও অস্থিরতা সৃষ্টি করা।
যথাসময়ে ময়দানে উপস্থিত ছিল ইরানি জনগণ; এটা দৃঢ় জবাব
ইরানের ধর্মীয় নগরী কোমের জমিয়াতুল মুদাররেসিন এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের ভাড়াটে সন্ত্রাসীরা সশস্ত্র হামলার মাধ্যমে মানুষের জান-মালের ক্ষতি করেছে, কোরআনের অবমাননা করেছে এবং মসজিদ, হুসেইনিয়া ও ইমামজাদাগুলোতে আগুন দিয়েছে। তবে অধিকাংশ শহরে জনগণ সময়মতো ময়দানে উপস্থিত হয়ে সাম্রাজ্যবাদের ভাড়াটে দালালদের মুখে শক্ত চপেটাঘাত করেছে এবং সচেতন এক জাতির শক্তি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।