ইরানের শত্রুরা শেষ পর্যন্ত পরাজিত হবেই: পাকিস্তান শিয়া উলেমা কাউন্সিলের মহাসচিব
https://parstoday.ir/bn/news/iran-i156148-ইরানের_শত্রুরা_শেষ_পর্যন্ত_পরাজিত_হবেই_পাকিস্তান_শিয়া_উলেমা_কাউন্সিলের_মহাসচিব
পার্সটুডে - পাকিস্তানের শিয়া ওলামা কাউন্সিলের মহাসচিব পশ্চিমা ও আমেরিকার নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেছেন,  ইরানের শত্রুরা শেষ পর্যন্ত পরাজিত হবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৬, ২০২৬ ১৭:৪৭ Asia/Dhaka
  • পাকিস্তানের শিয়া ওলামা কাউন্সিলের মহাসচিব আল্লামা শাব্বির মাইসামি
    পাকিস্তানের শিয়া ওলামা কাউন্সিলের মহাসচিব আল্লামা শাব্বির মাইসামি

পার্সটুডে - পাকিস্তানের শিয়া ওলামা কাউন্সিলের মহাসচিব পশ্চিমা ও আমেরিকার নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেছেন,  ইরানের শত্রুরা শেষ পর্যন্ত পরাজিত হবে।

পাকিস্তানের শিয়া ওলামা কাউন্সিলের মহাসচিব আল্লামা শাব্বির মাইসামি বৃহস্পতিবার ইরানের সাম্প্রতিক ঘটনাবলীর কথা উল্লেখ করে জোর দিয়ে বলেছেন,  পশ্চিমা শক্তিগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলপ্রয়োগ, চাপ এবং নিষেধাজ্ঞার নীতির উপর নির্ভর করে অস্থিরতাকে কাজে লাগিয়ে ইরানের ইসলামি বিপ্লবকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু তারা সফল হবে না এবং ব্যর্থ হবে। পার্সটুডে অনুসারে, আল্লামা শাব্বির মাইসামি বলেছেন যে যে কোনো দেশেই জনপ্রিয় বিক্ষোভ হতে পারে। কিন্তু বিক্ষোভের নামে: মসজিদ পোড়ানো, কুরআন পোড়ানো, পবিত্র স্থান ধ্বংস করা এবং সরকারি সম্পত্তি ও সরকারি কেন্দ্রগুলোতে আক্রমণের আকারে ইরানে যা দেখা গেছে তা কোনোভাবেই ইরানি জনগণের ইচ্ছা ও উদ্দেশ্য ছিল না এবং এই কর্মকাণ্ডগুলো বিদেশি নেতৃত্বাধীন পরিকল্পনার কাঠামোর মধ্যে মূল্যায়ন করা যেতে পারে।

আল্লামা মেইসামি ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্পষ্ট সমর্থনকে পশ্চিমা শক্তির শত্রুতার অন্যতম প্রধান কারণ বলে উল্লেখ করে বলেন, 'ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধের মুখে নীরব থাকার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের দ্বৈত মান প্রকাশ করেছে এবং প্রমাণ করেছে যে তারা কখনও জাতির প্রকৃত সমর্থক ছিল না।”

তিনি জোর দিয়ে বলেন, 'ইরানি জনগণ আবারও দেখিয়েছে যে তারা ইমাম খামেনেয়ী, ইসলামি বিপ্লবের নেতা, আলেমদের এবং ইসলামি ব্যবস্থার পাশে দাঁড়িয়েছে। আজ ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি গভীর এবং দৃঢ় শক্তি এবং দেশীয় এবং বিদেশী ষড়যন্ত্র কেবল এটিকে দুর্বল করবে না বরং এর দৃঢ়তা এবং সংহতিও বৃদ্ধি করবে।'

আল্লামা শাব্বির মেইসামি জোর দিয়ে বলেন, 'ইরানি জনগণ স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা ইসলামি বিপ্লবের নেতা এবং ইসলামি ব্যবস্থার পাশে দাঁড়িয়েছে। আজ এটি আগের চেয়ে স্পষ্ট হয়ে উঠেছে যে ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি গভীর এবং দৃঢ় শক্তি এবং কোনো শক্তিই এটিকে দুর্বল করতে সক্ষম নয়।'#

পার্সটুডে/এমবিএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।