আমেরিকার লক্ষ্য হলো ইরানকে গ্রাস করা: বিপ্লবের নেতা
https://parstoday.ir/bn/news/iran-i156168-আমেরিকার_লক্ষ্য_হলো_ইরানকে_গ্রাস_করা_বিপ্লবের_নেতা
পার্সটুডে-ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন: ইরানী জাতির বিরুদ্ধে হতাহত, ক্ষয়ক্ষতি এবং অপবাদ আরোপের জন্য আমরা মার্কিন প্রেসিডেন্টকে দায়ী মনে করি।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৭, ২০২৬ ১৬:৫৫ Asia/Dhaka
  • ইরান মার্কিন ফেতনাবাজদের কোমর ভেঙে দিয়েছে: আয়াতুল্লাহ খামেনেয়ী
    ইরান মার্কিন ফেতনাবাজদের কোমর ভেঙে দিয়েছে: আয়াতুল্লাহ খামেনেয়ী

পার্সটুডে-ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন: ইরানী জাতির বিরুদ্ধে হতাহত, ক্ষয়ক্ষতি এবং অপবাদ আরোপের জন্য আমরা মার্কিন প্রেসিডেন্টকে দায়ী মনে করি।

নবী (সা.) এর নবুয়্যত লাভের শুভ বার্ষিকী উপলক্ষে, বিপ্লবের সর্বোচ্চ নেতা বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষের সমাবেশে আজ সকালে তিনি একথা বলেন।

khamenei.ir এর উদ্ধৃতি দিয়ে ইরনা'র রাজনৈতিক সংবাদদাতা আরও জানায়, আজ শনিবার (১৭ জানুয়ারী) মহানবী (সা.)-এর নবুয়্যত লাভের বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন স্তরের মানুষ বিপ্লবের সর্বোচ্চ নেতার সাথে দেখা করেছেন।

হাজার হাজার মানুষের ওই সমাবেশে, বিপ্লবের সর্বোচ্চ নেতা সাম্প্রতিক রাষ্ট্রদ্রোহেরআ প্রকৃতি, হাতিয়ার এবং এ বিষয়ে জনগণের করণীয় ব্যাখ্যা করেছেন।

সমাবেশে অংশগ্রহণকারী কয়েকজন নারী

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার ভাষণের একাংশে বলেছেন: ইরানী জাতির বিরুদ্ধে যে হতাহত, ক্ষয়ক্ষতি এবং অপবাপের ঘটনা ঘটেছে তার জন্য আমরা মার্কিন প্রেসিডেন্ট দায়ী মনে করি।

ওই বৈঠকে সর্বোচ্চ নেতা আজকের মানব সমাজে ইসলামের সূচনার মতো রূপান্তর তৈরি করার এবং অজ্ঞতা, নিপীড়ন, বলপ্রয়োগ, ভয় ও অহংকারে জর্জরিত সমাজগুলোকে ধার্মিকতা, মুক্তি এবং সম্মান উপভোগকারী সমাজে রূপান্তরিত করার জন্য ইসলামের মহান ক্ষমতার কথা উল্লেখ করেছেন। তিনি সাম্প্রতিক বিদ্রোহের মাত্রা এবং এই বিদ্রোহের মার্কিন পরিকল্পনাকারী ও প্ররোচনাকারীদের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি ১২ জানুয়ারী ঐতিহাসিক দিনে জাতির আন্দোলন উদযাপন নিয়ে গুরুত্বের সাথে বলেছেন: ইরানি জাতি বিদ্রোহের কোমর ভেঙে দিয়েছে, তবে এই বিদ্রোহের প্রকৃতি, লক্ষ্য এবং এর "প্রশিক্ষিত" ও "ক্রীড়ণক" উপাদানগুলোকে ভালভাবে বুঝতে হবে।

মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিবসে "ইরানী জাতি, ইসলামী জাতি এবং বিশ্বের সকল স্বাধীনতাকামী'দের অভিনন্দন জানিয়ে আয়াতুল্লাহ খামেনেয়ী ইসলামের মহান নবীর (সা.) লক্ষ্যকে কুরআনের জন্মের দিন, মানবজাতি নিখুঁত মানুষকে শিক্ষিত করার ঐশ্বরিক পরিকল্পনা সম্পর্কে সচেতন হওয়ার দিন, ইসলামী সভ্যতার সূচনা এবং ন্যায়বিচার, ভ্রাতৃত্ব ও সাম্যের পতাকা উত্তোলনের দিন বলে অভিহিত করেছেন।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।