ইরানি সুন্নি আলেমরা: আমাদের মতামত প্রকাশের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই
পার্সটুডে-ওয়ার্ল্ড ফোরাম ফর দ্য প্রক্সিমিটি অফ ইসলামিক ডিনোমিনেশনস-এর মহাসচিব একদল ইরানি সুন্নী সদস্যকে নিয়ে মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকারের সাথে দেখা এবং বৈঠক করেছেন।
ওয়ার্ল্ড ফোরাম ফর দ্য প্রক্সিমিটি অফ ইসলামিক ডিনোমিনেশনস-এর মহাসচিব হুজ্জাতুল ইসলাম শাহরিয়ারি ইরানি সুন্নিদের একটি দলকে সাথে নিয়ে মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার দাতো জোহারি বিন আব্দুলের সাথে দেখা এবং বৈঠক করেছেন। মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার হুজ্জাতুল ইসলাম শাহরিয়ারিরের সাথে তার সাক্ষাতে মালয়েশিয়ায় শিয়া এবং সুন্নি আলেমদের যৌথ উপস্থিতি অপরিহার্য বলে মনে করে বলেন, এই উপস্থিতি মালয়েশিয়া এবং বিশ্বের জনগণের কাছে ইরানের ইসলামি প্রজাতন্ত্রে শিয়া এবং সুন্নিদের শান্তিপূর্ণ সহাবস্থানের একটি স্পষ্ট চিত্র উপস্থাপন করতে পারে।
এছাড়াও, ইরানি সুন্নি পণ্ডিতদের একটি দল ইসলামি প্রজাতন্ত্র ইরানে সুন্নিদের অনুকূল পরিস্থিতির কথা উল্লেখ করে ঘোষণা করেছেন যে ইরানে সুন্নিদের প্রায় ১৮,০০০ মসজিদ এবং ৬০০ ধর্মীয় স্কুল রয়েছে, যা ইসলামী বিপ্লবের বিজয়ের পর সুন্নি ধর্মীয় কার্যকলাপে উল্লেখযোগ্য বৃদ্ধির ইঙ্গিত দেয়।
তারা জোর দিয়ে বলেছেন, ইরানে সুন্নি জুমার নামাজের ইমাম এবং খুতবা প্রদানকারীরা তাদের মতামত প্রকাশের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেন এবং এই বিষয়ে কোনও বিধিনিষেধ নেই। তারা ইরানের সুন্নি বিষয়গুলোতে ইসলামি বিপ্লবের নেতার বিশেষ মনোযোগের ওপরও জোর দিয়েছেন এবং মালয়েশিয়ার কর্মকর্তাদের ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুদের দ্বারা তৈরি নেতিবাচক প্রচারণা এবং মিডিয়া পরিবেশের প্রতি মনোযোগ না দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
পার্স টুডে/এমবিএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।