ন্যাম সম্মেলনে যোগ দিতে ভেনিজুয়েলা পৌঁছেছেন রুহানি
-
শুক্রবার তেহরান ত্যাগ করেন প্রেসিডেন্ট রুহানি
জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের ১৭তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ভেনিজুয়েলা পৌঁছেছেন। দেশটির ‘সান্টিয়াগো মারিনো কারিবিয়ান’ আন্তর্জাতিক বিমানবন্দরে ন্যামের বর্তমান সভাপতি রুহানিকে স্বাগত জানান ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট অ্যারিস্তোবুলো ইস্তুরিজ।
প্রেসিডেন্ট রুহানি আজ (শনিবার) সম্মেলনের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ভাষণ দেবেন। এরপর তিনি এই জোটের সভাপতির দায়িত্ব তিন বছরের জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছে হস্তান্তর করবেন।
ভেনিজুয়েলার মারগারিতা দ্বীপে গত ১৫ সেপ্টেম্বর ন্যাম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এবং তা আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
প্রেসিডেন্ট রুহানি ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে তেহরান বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, জাতিসংঘের পর বিশ্বের সবচেয়ে বেশি দেশ নিয়ে গঠিত সংস্থা ন্যামের এবারের শীর্ষ সম্মেলন সফল হবে বলে তিনি আশা করছেন। সম্মেলনে শেষে তিনি সংক্ষিপ্ত সফরে কিউবা যাবেন বলেও সাংবাদিকদের জানান। কিউবায় তিনি দেশটির প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো এবং কিউবা বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করবেন।
১২০ দেশ ও ২১ পর্যবেক্ষক দেশ নিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম গঠিত। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের সমর্থন বা বিরোধিতা না করার প্রতিশ্রুতি দিয়ে এই জোট গঠিত হয়েছিল যে প্রতিশ্রুতি আজও বজায় রয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭