ইরাক ও সিরিয়াসহ সন্ত্রাস-বিরোধীদের প্রতি সমর্থন বজায় রাখবে ইরান : রুহানি
ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, তার দেশ ইরাকি ও সিরিয় জাতিকে এবং সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে জড়িত সরকারগুলোকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে।
গতকাল (শনিবার) ভেনিজুয়েলার মার্গারিটা দ্বীপে জোটনিরপেক্ষ আন্দোলনের ১৭তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এই ঘোষণা দিয়েছেন।
রুহানি বলেছেন, কোনো দেশই একা আঞ্চলিক সংকটগুলোর সমাধান করতে পারবে না। তিনি সংকট ও দুর্দশা দূর করতে কূটনৈতিক প্রচেষ্টা চালানো ও সমন্বিত দৃষ্টিভঙ্গি তুলে ধরার ওপর জোর দিয়েছেন।
প্রেসিডেন্ট রুহানি সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য বিশ্বের শক্তিগুলোর মধ্যে আন্তরিক সহযোগিতা জরুরি বলেও স্মরণ করিয়ে দেন। জোটনিরপেক্ষ সম্মেলনের কোনো কোনো সদস্য বর্তমানে সন্ত্রাসবাদকে সহায়তা দিচ্ছে বলে রুহানি দুঃখ প্রকাশ করেছেন।
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বের নানা চ্যালেঞ্জ বা সংকট যেন ফিলিস্তিনি জাতির দুর্দশার দিক থেকে দৃষ্টিকে অন্যত্র সরিয়ে না দেয়।
ভাষণের শেষে ইরানের প্রেসিডেন্ট জোটনিরপেক্ষ আন্দোলনের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন। ফলে এখন থেকে তিন বছরের জন্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ন্যাম বা জোটনিরপেক্ষ সম্মেলনের সভাপতিত্ব করবেন। রুহানি মাদুরোর সাফল্য কামনা করে তার প্রতি সমর্থন জানিয়েছেন।
প্রতি তিন বছর পর পর ন্যামের সভাপতিত্ব বদল করা হয় জোটের সদস্য দেশগুলোর মধ্যে।
এর আগে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, জোট নিরপেক্ষ দেশগুলোকে অভিন্ন লক্ষ্য পূরণের তাগিদে ঐক্য ও সংহতি জোরদার করতে হবে।
বিশ্বের ১২০টি দেশ ন্যামের সদস্য। এই জোটের ২১ পর্যবেক্ষক সদস্যও রয়েছে। ফলে জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্যই ন্যামের আওতাধীন। এই দেশগুলো আনুষ্ঠানিকভাবে কোনো পরাশক্তির সঙ্গে জোটবদ্ধ নয় বলে মনে করা হয়। #
পার্সটুডে/মু.আ.হুসাইন/১৮