শত্রুরা ইসলাম ধর্মকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চায়: আয়াতুল্লাহ কাশানি
(last modified Fri, 28 Oct 2016 11:54:26 GMT )
অক্টোবর ২৮, ২০১৬ ১৭:৫৪ Asia/Dhaka
  • শত্রুরা ইসলাম ধর্মকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চায়: আয়াতুল্লাহ কাশানি

ইসলামের শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি। আজ রাজধানী তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ আহ্বান জানান।

আয়াতুল্লাহ ইমামি কাশানি আরও বলেন, ইসলামের শত্রুরা মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চায়। তাদের রুখে দিতে মুসলমানদের সতর্ক হতে হবে এবং ঐক্য ও সংহতি জোরদার করতে হবে।

তিনি বলেন, সৌদি আরবসহ যেসব মুসলিম দেশের শাসকেরা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিধ্বংসী ও অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করছে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে। 

ইমামি কাশানি বলেন, শত্রুরা নানা কৌশলে প্রকৃত ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছে। এর মাধ্যমে তারা ইসলাম ধর্ম সম্পর্কে অন্যান্য জাতি এমনকি অনেক মুসলমানের মনেও ভুল ধারণার জন্ম দিচ্ছে। দুঃখজনকভাবে কিছু মুসলিম দেশের শাসকরাও এ ক্ষেত্রে শত্রুদের সহযোগী হিসেবে কাজ করছে।#

 পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮ 

ট্যাগ