ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম সামরিক শক্তি: কাজেম সিদ্দিকি
-
হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি
ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইসলামি ইরানের শক্তিমত্তাই এই দেশের বিরুদ্ধে শত্রুদের সব ষড়যন্ত্র বানচাল করেছে। তিনি আজ তেহরানের জুমা নামাজের খোতবায় এই মন্তব্য করেছেন।
ইরানের সঙ্গে পাঁচ বড় শক্তির পরমাণু সমঝোতা না হলে যুদ্ধ হতো বলে ইউরোপীয় জোটের প্রধান যে দাবি করেছেন হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি তাকে ধোঁকাবাজি বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ইসলামি ইরানের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা বিশ্বের নেই এবং ইরানি জাতি শত্রুদের মোকাবেলায় শেষ পর্যন্ত প্রতিরোধ বজায় রেখেছে।
মার্কিন সরকারসহ পশ্চিমা শক্তিগুলো ইরানি জাতির দৃঢ়তা ও সামরিক শক্তির কারণেই ইসলামি এই দেশে হামলার সাহস রাখে না। তিনি শত্রুদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধগুলোর মোকাবেলায় সদা সতর্ক থাকার ওপর গুরুত্ব আরোপ করেন।
হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বাহরাইনের বিপ্লবী জনগণের ওপর আলে খলিফার রাজতান্ত্রিক সরকারের দমন-পীড়নের নিন্দা জানান এবং এ বিপ্লব জয়ী হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা ও স্বৈরশাসন বন্ধের দাবিতে আন্দোলন করে আসছে বাহরাইনের বেশিরভাগ জনগণ।
শিশু-ঘাতক সৌদি সরকার ইয়েমেনের জনগণের ওপর অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে তিনি সৌদি রাজতান্ত্রিক সরকারেরও নিন্দা জানান। হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি এ বিষয়ে জাতিসংঘের নীরবতার নিন্দা জানিয়ে বলেছেন, জাতিসংঘের উচিত সৌদি অপরাধযজ্ঞ বন্ধ করা। তিনি সম্প্রতি ইরানের ইসলামি বিপ্লবের ৩৮তম বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিকে শত্রুদের হঠকারী বক্তব্যের কঠোর জবাব বলে প্রশংসা করেন।#
পার্সটুডে/মু.আ.হুসাইন/১৭