ইয়েমেনের সানা বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু
পার্সটুডে - সংবাদ সূত্রগুলো ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পুনরায় চালু হওয়ার খবর দিয়েছে।
শনিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় শুরু হয়েছে এবং জর্ডানের কুইন আলিয়া বিমানবন্দর থেকে ১৩৪ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি নাসায় অবতরণ করেছে।
গত ৬ মে মঙ্গলবার ইসরাইল সরকার ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালায়। ইসরাইলি গণমাধ্যম সূত্র জানায়, সানা বিমানবন্দরে কমপক্ষে ১৫বার বিমান হামলা চালানো হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী আরও দাবি করে যে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে তারা সানা আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণভাবে অচল করে দিতে সক্ষম হয়েছে।
তখন সানা বিমানবন্দরের মহাপরিচালক খালেদ আল-শায়েফ আল-মাসিরাহ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ইসরাইলি আগ্রাসনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে সানা বিমানবন্দরে আগত সকল ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।