সত্যিই কি প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ড. আহমাদিনেজাদ?
(last modified Wed, 12 Apr 2017 12:55:44 GMT )
এপ্রিল ১২, ২০১৭ ১৮:৫৫ Asia/Dhaka
  • আহমাদিনেজাদ
    আহমাদিনেজাদ

ইরানের সাবেক প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ আজ (বুধবার) আসন্ন নির্বাচনের জন্য নাম নিবন্ধন করেছেন। তবে তিনি শেষ পর্যন্ত এবারের নির্বাচনে লড়বেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল। আজ এক সংবাদ সম্মেলনে সে বিষয়টিই অনেকটা স্পষ্ট করেছেন আহমাদিনেজাদ।

তিনি নিবন্ধনের পর এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, "আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য ইরানি জাতির পক্ষ থেকে আমার ওপর ব্যাপক চাপ রয়েছে। তবে আমি আমার নৈতিক প্রতিশ্রুতিতে অটল আছি। আমি আজ নাম নিবন্ধন করেছি কেবলি আমার পছন্দের প্রার্থী বাকায়ি'র প্রতি সমর্থন জানানোর জন্য।"

আহমাদিনেজাদ আরও বলেন, "সর্বোচ্চ নেতা আমাকে এবারের নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়েছেন। কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য কোনো নির্দেশ দেননি।"

ইরানের সাবেক প্রেসিডেন্ট বলেন, "সর্বোচ্চ নেতা বলেছেন, আমি আপনাকে বলব না যে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। আবার এ কথাও বলব না যে, আপনি নির্বাচন করবেন না।" আহমাদিনেজোদ আরও বলেন, "সর্বোচ্চ নেতার বক্তব্য আমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কোনো বাধা নয়। কিন্তু আমি সর্বোচ্চ নেতার পরামর্শ মেনে নিয়েছি। আমি জনাব বাকায়ি'র প্রতি সমর্থন জানাতে নিবন্ধন করেছি। আমি তার সঙ্গে আছি।"

আহমাদিনেজাদ যে শেষ পর্যন্ত নির্বাচনে লড়বেন না সে বিষয়টি তার আজকের বক্তব্য থেকে অনেকটাই স্পষ্ট হয়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২

ট্যাগ