সেপ্টেম্বর ০৫, ২০১৭ ২০:৫২ Asia/Dhaka
  • তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিশ্বের শীর্ষস্থানীয় এক শতাংশ বিজ্ঞানীদের মধ্যে স্থান করে নিয়েছেন ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দশজন অধ্যাপক।

থমসন রয়টার্স ইন্সটিটিউট ফর ইনফরমেশন সায়েন্স (আইএসআই) নামের একটি সংস্থা সম্প্রতি এই তথ্য দিয়েছে। সংস্থাটির সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের   ফ্যাকাল্টি মেম্বার অধ্যাপক ডক্টর মাহমুদ মেহেরদাদ শোকরিয়েহ এবং ডক্টর শাহরাম জাদিদসহ  এই বিশ্ববিদ্যালয়ের মোট দশজন ফ্যাকাল্টি মেম্বার বিশ্বের শীর্ষস্থানীয় গবেষক ও বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন।

ডক্টর মাহমুদ মেহেরদাদ শোকরি এবং ডক্টর শাহরাম জাদিদ মেকানিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির স্থায়ী অধ্যাপক।  

থমসন রয়টার্স ইন্সটিটিউট ফর ইনফরমেশন সায়েন্স প্রতি দুই মাস পর পর বিজ্ঞান বিষয়ক তথ্য-ভাণ্ডারের (ডাটা-বেইজ) জরুরি সূচক বিভাগ থেকে শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের নতুন তালিকা প্রকাশ করে। এই তালিকা আন্তর্জাতিক বিজ্ঞান নেটওয়ার্কের ভিত্তিতে হালনাগাদ (আপডেট) করা হয়। এ সংস্থা বিশিষ্ট বিজ্ঞানের ২২টি ক্ষেত্রে বিশিষ্ট বিজ্ঞানীদের সাফল্য ও তৎপরতা মূল্যায়ন করে থাকে। # 

পার্সটুডে/এমএএইচ/৫

ট্যাগ