ইরাকের ভৌগোলিক অখণ্ডতার প্রতি আবারো সমর্থন জানাল ইরান
(last modified Mon, 25 Sep 2017 09:38:16 GMT )
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১৫:৩৮ Asia/Dhaka
  • টেলিফোনে কথা বলছেন হায়দার আল-এবাদি
    টেলিফোনে কথা বলছেন হায়দার আল-এবাদি

ইরান আবারো ইরাকের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-্এবাদি সঙ্গে ফোনালাপের সময় এ সমর্থন ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরাকের ভৌগোলিক অখণ্ডতা বা জাতীয় সংহতি বিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে চলমান গণভোটের আগে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ইরাকের সংবিধানের প্রতি সব অবস্থায় সম্মান দেখাতে হবে বলে মনে করে ইরান। এ ছাড়া, ইরাকের সংবিধান বিরোধী যেকোনো পদক্ষেপকে অবৈধ হিসেবে গণ্য করতে হবে বলেও জানান ইরানের প্রেসিডেন্ট।

আঞ্চলিক ও আন্তর্জাতিক বিরোধিতাকে উপেক্ষা করে এ গণভোট অব্যাহত রাখা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৫