রাজা দিলেন ফরমান: অবশেষে গাড়ি চালাতে পারবেন সৌদি নারী!
(last modified Wed, 27 Sep 2017 05:52:40 GMT )
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১১:৫২ Asia/Dhaka
  • রাজা দিলেন ফরমান: অবশেষে গাড়ি চালাতে পারবেন সৌদি নারী!

সৌদি রাজা সালমান দেশটির নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়ে একটি ফরমান জারি করেছেন। রাজা ফরমান ১০ মাস পরে সৌদি আরবে কার্যকর হবে। দেশটিতে নারীদের গাড়ি চালানোর ওপর ১৯৬৭ সাল থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

সৌদি সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী বছরের জুন থেকে দেশটির নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হবে। শর্তসাপেক্ষে এ অনুমতি দেয়া হবে বলে জানানো হয়েছে।

বিশ্বে একমাত্র সৌদি আরবেই নারীর গাড়ি চালানোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি নারীকে সৌদি আরবে অনেক মৌলিক অধিকার থেকেও বঞ্চিত রাখা হয়েছে। স্বামী বা অভিভাবক ছাড়া সৌদি নারী একলা চলাফেরা এবং অর্থনৈতিক লেনদেন করতে বা চিকিৎসকের কাছে যেতে পারেন না।

সৌদি নারীর বিরুদ্ধে আরোপিত এ সব অমানবিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিশ্বের মানবাধিকার গোষ্ঠীগুলো নিয়মিতই প্রতিবাদ জানিয়ে আসছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৭  

 

ট্যাগ