তেহরান সফরে এলেন আইএইএ প্রধান
(last modified Sat, 28 Oct 2017 18:56:49 GMT )
অক্টোবর ২৯, ২০১৭ ০০:৫৬ Asia/Dhaka
  • আইএইএ মহাপরিচালক ইউকিয়া আমানো
    আইএইএ মহাপরিচালক ইউকিয়া আমানো

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইউকিয়া আমানো তেহরান সফরে এসেছেন।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের ভাইস প্রেসিডেন্ট ও আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির সঙ্গে আগামীকাল (রোববার) তিনি আলোচনা করবেন।

গত ১৩ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে অনুমোদন দিতে অপারগতা প্রকাশ করেন। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতাকে প্রত্যয়ন করবেন না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেয়ার পরপরই আইএইএ প্রধান ইউকিয়া আমানো এক বিবৃতিতে বলেন, ‌"আমি যেমনটি আগেও আইএইএ'র বোর্ড অব গভরনর্সকে বলেছি, ২০১৫ সালে সই হওয়া চূড়ান্ত পরমাণু সমঝোতার অধীনে ইরান যে প্রতিশ্রুতি দিয়েছিল তা মেনে চলছে এবং এখনো বলছি পরমাণু সমঝোতা বাস্তবায়নে তেহরান সহযোগিতা করে যাচ্ছে।"

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি

এছাড়া, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বেশিরভাগ দেশ ও সংস্থা ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা বহাল রাখার পক্ষে মত দিয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের পরমাণু সমঝোতা মেনে চলার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বে স্থিতিশীলতা রক্ষায় এই আন্তর্জাতিক সমঝোতা জরুরি।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি 

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এই সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক এই সমঝোতার মাধ্যমে ইরানি জনগণের পাশাপাশি বিশ্ববাসীর বিজয় হয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’ও অন্তত আট বার তাদের প্রতিবেদনে বলেছে যে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে। #

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

ট্যাগ