রোহিঙ্গা মুসলমানদের জন্য সাহায্য দিলেন আয়াতুল্লাহ মাকারেম শিরাজি
-
আয়াতুল্লাহ মাকারেম শিরাজি
মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য ১০০ কোটি রিয়াল (২৫,০০০ ডলার) অর্থসাহায্য দিয়েছেন ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি।
তিনি শনিবার এ সাহায্য দেয়ার কথা ঘোষণা করে বলেছেন, মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে সাহায্য পৌঁছে দেয়া এখন বিশ্বের প্রতিটি মুসলমানের কর্তব্য। তিনি আর বলেন, মুসলিম দেশগুলোর সরকার এবং সাধারণ মানুষের উচিত মিয়ানমারের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো।
রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান গণহত্যার ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতার সমালোচনা করে আয়াতুল্লাহ মাকারেম শিরাজি বলেন, যার মধ্যে সামান্যতম মানবিকতা আছে তার পক্ষে রোহিঙ্গা মুসলমানদের দুর্দশা দেখে চুপ থাকা সম্ভব নয়।
এর আগে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত ১৭ অক্টোবর ইরানের রেড ক্রিসেন্টের মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদের জন্য ১,০০০ কোটি রিয়াল (২,৫০,০০০ ডলার) অর্থসাহায্য দেন।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সেদেশের সেনাবাহিনী জাতিগত শুদ্ধি অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত প্রায় ছয় হাজার মুসলমান নিহত ও অপর অন্তত আট হাজার মানুষ আহত হয়েছে। এ ছাড়া, নির্যাতন থেকে রক্ষা পেতে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯