তেল রপ্তানিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন; দিনে ২২ লাখ ব্যারেল
(last modified Wed, 23 Mar 2016 08:56:04 GMT )
মার্চ ২৩, ২০১৬ ১৪:৫৬ Asia/Dhaka
  • তেল রপ্তানিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন; দিনে ২২ লাখ ব্যারেল

২৩ মার্চ (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরানের অপরিশোধিত তেল রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি জানিয়েছেন, ইরান বর্তমানে প্রতিদিন ২২ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে। তেহরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এটিই তেল রপ্তানির ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড।

ইসহাক জাহাঙ্গিরি জানান, গত দুই মাসের মধ্যে তার দেশ প্রতিদিন বাড়তি নয় লাখ ব্যারেল তেল উৎপাদন করতে সক্ষম হয়েছে। গত জানুয়ারি মাসের মাঝামাঝি দিকে পরমাণু সমঝোতার আওতায় ইরানের ওপর থেকে আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা উঠে গেছে। ইরানের ওপর নিষেধাজ্ঞা থাকার সময় তেহরান প্রতিদিন ১০ লাখ ব্যারেলের বেশি তেল বিক্রি করতে পারত না। কিন্তু এখন সে সমস্যা নেই।

গত শনিবার ব্লুমবার্গ জানিয়েছে, জানুয়ারি মাসে ইরান প্রতিদিন ৩৩ লাখ ৭০ হাজার ব্যারেল তেল উত্তোলন করেছে। ২০১৪ সালের পর এটিই সর্বোচ্চ তেল উত্তোলনের রেকর্ড। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগে তেহরান তেল উত্তোলন বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।#

রেডিও তেহরান/সিরাজুল ইসলাম/২৩

ট্যাগ