ট্রাম্প ও ইহুদিবাদীরা বিপজ্জনক ষড়যন্ত্র করছে: ইরানি স্পিকার
-
ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিরুদ্ধে বিপজ্জনক ষড়যন্ত্র করছে।
গত শুক্রবার ফিলিস্তিনি ভূমি দিবস উপলক্ষে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের অপরাধমূলক ও অমানবিক হামলারও নিন্দা করেন তিনি। শুক্রবারের হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি শহীদ ও ১,৫০০ আহত হয়েছেন।

লারিজানি আজ (রোববার) বলেন, অবৈধ ইসরাইল সর্বশেষ যে অপরাধ করেছে তা মার্কিন সরকারের সমর্থনে চালিয়ে আসা অপরাধযজ্ঞের ধারাবাহিকতা মাত্র। তিনি বলেন, ইসরাইলের উত্তেজনা ও সংকট সৃষ্টির নীতি এবং তেল আবিব থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত -সবই মারাত্মক ষড়যন্ত্রের অংশ যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।
ইরানি স্পিকার আরো বলেন, সন্ত্রাসী ইহুদিবাদী সরকার শুধুমাত্র শক্তির ভাষা বোঝে এবং ইসরাইলের উচ্চাকাঙ্ক্ষি লক্ষ্য পূরণ ঠেকাতে প্রতিরোধ আন্দোলন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১