‘নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা নিজের নিশ্চিত পতন ঠেকাতে চায়’
(last modified Sun, 03 Jun 2018 23:21:14 GMT )
জুন ০৪, ২০১৮ ০৫:২১ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা- আইআরআইবির প্রধান আলী আসকারি
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা- আইআরআইবির প্রধান আলী আসকারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা- আইআরআইবি’র প্রধান আলী আসকারি তার দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিত্বের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আমেরিকা নিজের নিশ্চিত পতন ঠেকাতে অন্য দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে।

তিনি রোববার প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি বিভ্রান্তির মধ্যে রয়েছে যে, দেশটি ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানি জনগণকে চাপে রেখে নিজের পতনকে বিলম্বিত করতে পারবে। কিন্তু ওয়াশিংটনের জানা নেই, এ ধরনের চাপে ইরানি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি কেবল শক্তিশালী হয়।”

মার্কিন অর্থ মন্ত্রণালয় গত বুধবার আইআরআইবি প্রধানসহ ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা ও কয়েকটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এ প্রতিক্রিয়া জানালেন আলী আসকারি।  মার্কিন অর্থ বিভাগ বলেছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থা ব্যবহার করতে পারবেন না।

মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন নুচিন

ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে ইসলামি বিপ্লবের নিজের পায়ে দাঁড়ানোর এক ঐতিহাসিক সুযোগ বলে অভিহিত করেন আইআরআইবি প্রধান। তিনি বলেন, এ নিষেধাজ্ঞার ফলে ইরানের নিজস্ব সক্ষমতা শক্তিশালী হবে যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ষড়যন্ত্র রুখে দেয়ার কাজ সহজ হবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রয়োজনে নিজের বেসামরিক পরমাণু কর্মসূচির কাজ আবার জোর দিয়ে শুরু করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আলী আসকারি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪

ট্যাগ