পরমাণু সমঝোতা রক্ষায় সহযোগিতা জোরদার করবে ইরান ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/iran-i59390
পাশ্চাত্যের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অক্ষুণ্ন রাখতে সহযোগিতা শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও রাশিয়া। মস্কোয় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ও তার রুশ সমকক্ষ সের্গেই রিয়াবকভের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ২৩, ২০১৮ ০৬:২৯ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি (বামে) ও সের্গেই রিয়াবকভ (ফাইল ছবি)
    আব্বাস আরাকচি (বামে) ও সের্গেই রিয়াবকভ (ফাইল ছবি)

পাশ্চাত্যের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অক্ষুণ্ন রাখতে সহযোগিতা শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও রাশিয়া। মস্কোয় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ও তার রুশ সমকক্ষ সের্গেই রিয়াবকভের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার প্রভাব বলয় থেকে মুক্ত হয়ে পরমাণু সমঝোতার আওতায় ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা চালিয়ে যাওয়ার জন্য দু’দেশের মধ্যে ব্যাপকভিত্তিক আলোচনা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০১৫ সালে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতায় সই করেছিল ইরান। কিন্তু গত মাসের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

এ পরিস্থিতিতে কীভাবে পরমাণু সমঝোতাকে অক্ষুণ্ন রাখা যায় তা নিয়ে আলোচনার জন্য সের্গেই রিয়াবকভের আমন্ত্রণে শুক্রবার মস্কোয় পৌঁছান আব্বাস আরাকচি। সেখানে দুই উপ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে পরমাণু সমঝোতায় বর্ণিত ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য এ সমঝোতার অবশিষ্ট দেশগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩