জুন ২৪, ২০১৮ ২০:৫০ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

জর্জিয়ার কাছে বিদ্যুৎ রপ্তানি করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আর্মেনিয়ার সঙ্গে ইরানের যে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত চুক্তি রয়েছে তা থেকে শতকরা ১০ ভাগ বিদ্যুৎ জর্জিয়াকে দেয়া হবে এবং এ নিয়ে শিগগিরি একটি চুক্তি হবে।

ইরানের তেল-গ্যাস বিষয়ক জাতীয় কোম্পানির প্রধান হামিদ রেজা আরাকচি একথা জানিয়েছেন। ইরানের কাছ থেকে গ্যাস নিয়ে থাকে আর্মেনিয়া এবং এর বিনিময়ে ইরানকে বিদ্যুৎ সরবরাহ করে আর্মেনিয়া। সেই বিদ্যুতের একটা অংশ জর্জিয়ার কাছে বিক্রি করবে তেহরান।  

হামিদ রেজা আরাকচি বলেন, জর্জিয়ায় বিদ্যুৎ বিক্রির বিষয়ে আলোচনা শেষ হয়েছে এবং আর্মেনিয়ার কাছ থেকে পাওয়া বিদ্যুতের শেয়ারের একটা অংশ জর্জিয়াকে দেয়া হবে।

আর্মেনিয়ার সঙ্গে চুক্তির আওতায় ইরান দেশটিকে দশ লাখ বর্গমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে এবং বিনিময়ে ইরানকে বিদ্যুৎ দেয়। এছাড়া, ইরান থেকে ইরাক ও তুরস্কে বিদ্যুৎ রপ্তানি করা হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪

 

ট্যাগ