আত্মবিশ্বাসী ইরানিরা সব নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে: সর্বোচ্চ নেতার উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/iran-i64347-আত্মবিশ্বাসী_ইরানিরা_সব_নিষেধাজ্ঞা_ব্যর্থ_করে_দেবে_সর্বোচ্চ_নেতার_উপদেষ্টা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, ইরানি জনগণ আত্মবিশ্বাস ও স্বাধীনতা অক্ষুণ্ন রেখে পাশ্চাত্যের সমস্ত নিষেধাজ্ঞা মোকাবেলা করবে। তিনি গতকাল (রোববার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৮ ১১:৩৭ Asia/Dhaka
  • আলী আকবর বেলায়েতি
    আলী আকবর বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, ইরানি জনগণ আত্মবিশ্বাস ও স্বাধীনতা অক্ষুণ্ন রেখে পাশ্চাত্যের সমস্ত নিষেধাজ্ঞা মোকাবেলা করবে। তিনি গতকাল (রোববার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

তিনি পাশ্চাত্যের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, অতীতেও আমরা দেখেছি ইরানি জাতি নিজেদের ওপর নির্ভরশীলতা বাড়িয়ে আত্মবিশ্বাসের সব সমস্যা ও বাধা অতিক্রম করেছে। উদাহরণ হিসেবে তিনি ইরানের প্রতিরক্ষা সরঞ্জামের কথা তুলে ধরেন।

বেলায়েতি বলেন, ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই শত্রুরা চেষ্টা করেছে যাতে ইরান সামরিক সরঞ্জামের অধিকারী না হয়। কোনোভাবেই যাতে ইরানে সামরিক সরঞ্জাম প্রবেশ করতে না পারে তারা সব সময় এই চেষ্টা করেছে। কিন্তু ইরানি বিশেষজ্ঞরা এ পরিস্থিতিতেই অনেক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। 

ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস থাকলে জ্ঞান-বিজ্ঞানের সব ক্ষেত্রেই উন্নতি করা সম্ভব। আত্মবিশ্বাসের সঙ্গে ইরানিরা পাশ্চাত্যের নিষেধাজ্ঞাকেও ব্যর্থ করে দেবে বলে তিনি আশা করেন।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭