ফিলিস্তিনকে সহায়তা করা ইসলামি বিপ্লবের মৌলিক মূল্যবোধের অংশ: বেলায়েতি
https://parstoday.ir/bn/news/iran-i68084-ফিলিস্তিনকে_সহায়তা_করা_ইসলামি_বিপ্লবের_মৌলিক_মূল্যবোধের_অংশ_বেলায়েতি
ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, ফিলিস্তিনের মজলুম জাতি ও বায়তুল মুকাদ্দাসের প্রতি সমর্থন দেয়া ইরানের ইসলামি বিপ্লবের মৌলিক মূল্যবোধ এবং কৌশলগত নীতি ও লক্ষ্যগুলোর একটি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ১৯:৩৮ Asia/Dhaka
  • আলি আকবার বেলায়েতি
    আলি আকবার বেলায়েতি

ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, ফিলিস্তিনের মজলুম জাতি ও বায়তুল মুকাদ্দাসের প্রতি সমর্থন দেয়া ইরানের ইসলামি বিপ্লবের মৌলিক মূল্যবোধ এবং কৌশলগত নীতি ও লক্ষ্যগুলোর একটি।

বার্তা সংস্থা ইরানা জানিয়েছে, আজ একটি সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, ইসলামি বিপ্লবের চার দশক পূর্তিতে ফিলিস্তিনকে সহায়তা করা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা ইসলামি প্রতিরোধ ফ্রন্টগুলো এখন শক্তি-সামর্থ্যের চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয়েছে। অপরদিকে ইহুদিবাদী ইসরাইলের অবস্থা এখন আগের তুলনায় অনেক বেশি দুর্বল ও শোচনীয়।

ওয়ারশ'তে ইরান বিরোধী বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকা বাহ্যত ইরানকে এ অঞ্চলের প্রধান সমস্যা হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। অথচ বাস্তবতা বলছে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক ও সহযোগিতা স্বাভাবিক করাই এ সম্মেলনের লক্ষ্য। ওয়ারশ' সম্মেলনে যারা অংশ নিয়েছে তারা কয়েকটি দেশের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কর্মকর্তা ও বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিত্ব।

সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা আরও বলেন, এই সম্মেলনে তারা আরও চেষ্টা চালাচ্ছে সৌদি কর্মকর্তাদের সঙ্গে ইসরাইলি কর্মকর্তাদের আনুষ্ঠানিক বৈঠকের পটভূমি তৈরি করতে। আরব-ইসরাইল জোট গঠনের মাধ্যমে ফিলিস্তিন সংকটকে গৌণ বিষয়ে পরিণত করাও তাদের আরেকটি উদ্দেশ্য।

শত্রুদের এই ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান আলি আকবার বেলায়েতি।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ'তে আজ থেকে শুরু হয়েছে দু'দিনব্যাপি ইরান-বিরোধী সম্মেলন। আমেরিকার উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে চাপে ফেলা।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন