সৌদি আরবের শাসন ব্যবস্থা স্থিতিশীল নয়: মে. জেনারেল সাফাভি
(last modified Wed, 20 Feb 2019 11:46:09 GMT )
ফেব্রুয়ারি ২০, ২০১৯ ১৭:৪৬ Asia/Dhaka
  • মেজর জেনারেল সাফাভি
    মেজর জেনারেল সাফাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রাহিম সাফাভি বলেছেন, পাকিস্তানের বোঝা উচিত সৌদি শাসন ব্যবস্থা স্থিতিশীল নয়। তিনি ইস্ফাহানে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, ইউরোপের ১৬টি গবেষণা সংস্থা ২০৩০ সালের বিশ্ব পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে বলেছে ২০৩০ সাল নাগাদ সৌদি আরবের বর্তমান শাসক গোষ্ঠী 'আলে সৌদ' এর অস্তিত্ব থাকবে না এবং সে সময় ইরান হবে গোটা অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ। 

সন্ত্রাসীদের প্রতি পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর সহযোগিতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গত সপ্তাহে ইরানের দক্ষিণ-পূর্বের সিস্তান-বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় আইআরজিসি'র ২৭ জন সদস্য শহীদ ও ১৩ জন আহত হয়েছে। 

পাকিস্তান ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। এছাড়া, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বা আইআরজিসি’র স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, আইআরজিসি’র ওপর আত্মঘাতী বোমা হামলাকারীসহ এ ঘটনায় জড়িত আরো দুই সন্ত্রাসী ছিল পাকিস্তানের নাগরিক।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০

ট্যাগ