ইরানবিরোধী বৈঠকে মিত্রদের সমর্থন পায় নি আমেরিকা: ড. রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানি জনগণ শত্রুর নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তাদেরকে পরাজিত করেছে। তিনি আজ (বুধবার) উত্তরাঞ্চলীয় লাহিজানে এক জনসমাবেশে এ কথা বলেছেন। রুহানি আরও বলেছেন, ইরান সম্মান-মর্যাদার সঙ্গে পথচলা অব্যাহত রাখবে।
তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ইরান নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে বিজয় ছিনিয়ে এনেছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুরা নিষেধাজ্ঞা আরোপ করে গোটা বিশ্বকেই নিজেদের দিকে টানার চেষ্টা করেছে, কিন্তু এ পর্যায়ে তারা ব্যর্থ হয়েছে।
পোল্যান্ডের ওয়ারশতে অনুষ্ঠিত ইরানবিরোধী বৈঠকের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পোল্যান্ডে ইরানবিরোধী বৈঠক ব্যর্থ হয়েছে। কারণ এই বৈঠকে মার্কিন মিত্ররাই ইরানবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ভূমিকা রেখেছে।
রুহানি আরও বলেন, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবিলা করছে ইরান, তবে এ ক্ষেত্রেও ইরানিরা বিজয় অর্জন করবে।
ইরান সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে বলে তিনি জানান। রুহানি বলেন, আজারবাইজান, রাশিয়া, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক এখন সর্বোত্তম পর্যায়ে। যেসব দেশ ইরানের সঙ্গে দূরত্ব সৃষ্টি করেছে তারা নিজেরাই অপরাধী বলে তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন