ইরাকের শীর্ষ আলেম সিস্তানির সঙ্গে বৈঠক করলেন ইরানের প্রেসিডেন্ট রুহানি
(last modified Wed, 13 Mar 2019 10:43:55 GMT )
মার্চ ১৩, ২০১৯ ১৬:৪৩ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সিস্তানি (ডানে) ও ড. রুহানি (বামে)
    আয়াতুল্লাহ সিস্তানি (ডানে) ও ড. রুহানি (বামে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজ ইরাকের শীর্ষ আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানির সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে ধর্মীয় বিষয়ের পাশাপাশি নানা ইস্যুতে মত বিনিময় হয়েছে। নাজাফে আমিরুল মুমিনিন হজরত আলী (আ.) এর মাজার জিয়ারত শেষে তিনি আয়াতুল্লাহ সিস্তানির দপ্তরে যান।

গত সোমবার থেকে তিন দিনের ইরাক সফর শুরু করেছেন রুহানি। আজ তার সফরের তৃতীয় ও শেষ দিন। রুহানির তিন দিনের সফরের সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছে।

স্বাস্থ্যসেবা ও তেল শিল্পখাতে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে তেহরান ও বাগদাদ। একইসঙ্গে দু’দেশ ইরানের দক্ষিণাঞ্চলীয় শালামচে শহর ও ইরাকের বসরা নগরীর মধ্যে রেল যোগাযোগ স্থাপনে সম্মত হয়েছে।

এ ছাড়া, ইরাক ও ইরান সরকার দু’দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ভিসা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে যা আগামী মাস থেকে কার্যকর হবে। আরেকটি সমঝোতা স্মারক অনুযায়ী ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে ইরাকের বাণিজ্য মন্ত্রণালয় দ্বিপক্ষীয় ব্যবসার সুযোগসুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন 

ট্যাগ