ঔপনিবেশিকতার বিরুদ্ধে ইরান সবসময় অগ্রণী ও অটল ছিল: কাসেমি
বলদর্পিতা ও উপনিবেশবাদের বিরুদ্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরান সবসময় অগ্রণী ভূমিকা পালনে অটল ছিল। তেল জাতীয়করণ বার্ষিকী উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ এ কথা বলেন।
তেল কমিশনের সদস্যদের দেয়া ওই প্রস্তাব ১৯৫১ সালের ২০ মার্চে ইরানের সংসদে পাস হয়।সেই থেকে ইরানের তেলশিল্প আনুষ্ঠানিকভাবে জাতীয়করণ করা হয়। রাজনৈতিক ব্যাপক উত্তেজনার পর এই ঘটনায় তেলশিল্প থেকে ব্রিটেনের নিয়ন্ত্রণ চলে যায় এবং এ অঞ্চল থেকে ওই উপনিবেশিক শক্তি ধীরে ধীরে লেজ গুটাতে বাধ্য হয়।
কাসেমি বলেন:ইরান, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সম্মান, গর্ব ও মর্যাদার ব্যাপারে কখনোই আপোষ করে নি। ইরানের জনগণ বিশ্বের বিভিন্ন প্রান্তে পরাশক্তিগুলোর আগ্রাসন মোকাবেলায় তাদের সামরিক নেতৃত্বের জন্য গর্ব করে।
তিনি বলেন,তেলশিল্প জাতীয়করণের পর ইরানের জনগণের স্বার্থ ও জাতীয় সরকারের বিরুদ্ধে আমেরিকাসহ পশ্চিমা শক্তিগুলো সরাসরি হস্তক্ষেপ করেছিল। কিন্তু ইরানের মুক্তিকামী জনগণ বহুজাতিক কোম্পানিগুলোর মাধ্যমে দেশের পুঁজি ও সম্পদ লুটতরাজ ঠেকিয়ে সামগ্রিক স্বাধীনতা চেয়েছে।ইসলামি বিপ্লব বিজয়ের মাধ্যমে তাদের সেই আকাঙ্ক্ষা চূড়ান্ত রূপ লাভ করেছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন