এপ্রিল ২০, ২০১৯ ১৭:১১ Asia/Dhaka
  • পেইমান জেবেলি
    পেইমান জেবেলি

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের প্রধান ড. পেইমান জেবেলি বলেছেন, ইউটিউবে আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের অ্যাকাউন্টগুলো বন্ধ করা স্বৈরাচারী পদক্ষেপ। গতকাল (শুক্রবার) গুগল কোম্পানি ইরানের প্রেসটিভি, হিসপান টিভি ও বার্তাসংস্থা ইরানপ্রেসের ইউটিউব অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে।

এর প্রতিক্রিয়ায় আজ পেইমান জেবেলি বার্তা সংস্থা ইরনা-কে বলেছেন, এ ধরণের ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও বিশ্ব কার্যক্রমের বিরুদ্ধে এ ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এবার কোনো পূর্বঘোষণা ও সতর্কবার্তা ছাড়াই এ পদক্ষেপ নিয়েছে গুগল।

তিনি বলেন, শুধু মিডিয়ার অ্যাকাউন্টগুলো নয় বরং আমাদের সাংবাদিকদের অ্যাকাউন্টগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। এসব পদক্ষেপ ভার্চুয়াল জগতের রীতি-নীতির বিরোধী।

জেবেলি বলেন, গুগলের মতো এসব প্রতিষ্ঠান বাক স্বাধীনতার কথা বললেও অন্যের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। ইউটিউবের মতো প্রতিষ্ঠানগুলো পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে বলে তিনি জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০

ট্যাগ