পারস্য উপসাগরে যৌথ সামরিক মহড়া চালাবে ইরান ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/iran-i72378-পারস্য_উপসাগরে_যৌথ_সামরিক_মহড়া_চালাবে_ইরান_ও_রাশিয়া
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়া পারস্য উপসাগরে যৌথ সামরিক মহড়া চালানোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। চলতি বছরের শেষ দিকে এ মহড়া অনুষ্ঠিত হতে পারে। ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ৩০, ২০১৯ ১৪:৩৬ Asia/Dhaka
  • ইরানের একটি সাবমেরিন
    ইরানের একটি সাবমেরিন

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়া পারস্য উপসাগরে যৌথ সামরিক মহড়া চালানোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। চলতি বছরের শেষ দিকে এ মহড়া অনুষ্ঠিত হতে পারে। ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি এ তথ্য জানিয়েছেন।

গতকাল (সোমবার) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ নৌবাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেয়ার অবকাশে ইরানের বার্তা সংস্থা ইরানকে দেয়া সাক্ষাৎকারে অ্যাডমিরাল খানজাদি যৌথ মহড়ার বিষয়টি জানান। তিনি বলেন, ইরান ও রাশিয়া একটি চুক্তিতে পৌঁছেছে যার আওতায় চলতি বছর ভারত মহাসাগর, মাকরান পানিসীমা, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে যৌথ মহড়া অনুষ্ঠিত হবে।  

ইরানি নৌবাহিনীর মহড়া (ফাইল ফটোা)

সেন্ট পিটার্সবার্গ শহরে রোববার রাশিয়া নৌবাহিনী দিবস উদযাপন করে এবং এ অনুষ্ঠানে বিশ্বের ২০টি দেশের প্রতিনিধিদল অংশ নেয়। ইরানি প্রতিনিধিদলে নেতৃত্ব দেন অ্যাডমিরাল খানজাদি। তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে এই প্রথম এ ধরনের চুক্তি হলো; এতে দু দেশের মধ্যে বিশেষ করে নৌবাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা জোরদার হবে।#

পার্সটুডে/এসআইবি/৩০