পুলিশ সপ্তাহ উপলক্ষে তেহরানে পুলিশের কুচ-কাওয়াজ
অক্টোবর ০৫, ২০১৯ ২০:৪৬ Asia/Dhaka
ইরানে পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ(শনিবার) সকালে তেহরানের পুলিশ সদর দফতরে এক মনোরম কুচ-কাওয়াজের অয়োজন করা হয়।

কুচ-কাওয়াজে সালাম গ্রহণ করেন ইরানের পুলিশ প্রধান মেজর জেনারেল হোসেইন আসতারি। ইরানের পুলিশের কুচ-কাওয়াজের এ সব ছবি তুলেছেন ইরানের মেহর নিউজের আলোকচিত্রী শাহাব কিয়ানুরি।
পার্সটুডে/মূসা রেজা/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ