কূটনীতির পথ দিন দিন সরু হয়ে যাচ্ছে: ইইউ-কে সতর্ক করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i74756
ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার ব্যাপারে কূটনীতির পথ দিন দিন সরু হয়ে আসছে এবং অচলাবস্থার দিকে যাচ্ছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২৫, ২০১৯ ১৭:৪২ Asia/Dhaka
  • মস্কোয় সের্গেই রিয়াবকভের সঙ্গে (বামে) বৈঠক করেন আব্বাস আরাকচি
    মস্কোয় সের্গেই রিয়াবকভের সঙ্গে (বামে) বৈঠক করেন আব্বাস আরাকচি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার ব্যাপারে কূটনীতির পথ দিন দিন সরু হয়ে আসছে এবং অচলাবস্থার দিকে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের সঙ্গে বৈঠকে আব্বাস আরাকচি এই মন্তব্য করেন।

চার ঘণ্টার বৈঠকে আব্বাস আরাকচি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের কূটনৈতিক পদক্ষেপের কথা উল্লেখ করে আরো বলেন, যেকোনো শান্তিপূর্ণ উদ্যোগকে স্বাগত জানায় ইরান তবে সে উদ্যোগ ভারসাম্যপূর্ণ হতে হবে এবং ইরানের স্বার্থ রক্ষা করবে।

পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকার নিজেকে একতরফাভাবে প্রত্যাহার করে নেয়ার পর সমঝোতা রক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়ন যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষার ব্যাপারে ব্যর্থতার জন্য ২৭ জাতির জোটের তীব্র সমালোচনা করেন আব্বাস আরাকচি। তবে এ সমঝোতা রক্ষার ব্যাপারে এখনো কূটনীতির পথ খোলা আছে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসআইবি/২৫