মার্চ ২৮, ২০২০ ১৬:০৬ Asia/Dhaka
  • করোনা মহামারিতে সৃষ্ট ক্ষতি কাটাতে ৫০০ কোটি ডলার ঋণ দেবে ইরান

চলমান করোনা মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বা সিবিআই দেশটির ব্যবসায়ীদের ৫০০ কোটি ডলার সমপরিমাণ অর্থ ঋণ হিসেবে দেয়ার কর্মসূচি অনুমোদন করেছে।

দু’বছর মেয়াদি এ ঋণ ১২ শতাংশ হার সুদে দেয়া হবে। অবিলম্বে এ ঋণ দেয়া শুরু হবে বলে জানান সিবিআই গভর্নর আবদুলনাসের হেম্মাতি।

তিনি আরও জানান, ইরানি অর্থনীতির ওপর করোনাভাইরাস মহামারির প্রভাব ঠেকানোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

পার্সটুডে/মূসা রেজা/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ