ইরানে করোনাভাইরাস আক্রান্ত ১১ হাজার ৬৭৯ ব্যক্তি সুস্থ হয়েছেন
https://parstoday.ir/bn/news/iran-i78650-ইরানে_করোনাভাইরাস_আক্রান্ত_১১_হাজার_৬৭৯_ব্যক্তি_সুস্থ_হয়েছেন
ইরানে এখন পর্যন্ত ১১ হাজার ৬৭৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৯, ২০২০ ০৯:৪২ Asia/Dhaka
  • কিয়ানুশ জাহানপুর
    কিয়ানুশ জাহানপুর

ইরানে এখন পর্যন্ত ১১ হাজার ৬৭৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরানে এখন পর্যন্ত নিশ্চিতভাবে ৩৫ হাজার ৪০৮ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত ১৩৯ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইরানের মোট দুই হাজার ৫১৭ ব্যক্তি করোভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।

ইরানের একটি হাসপাতালে করোনারোগীর চিকিৎসা

২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীন ছাড়াও বিশ্বের ১৯৯টি দেশে এ রোগ ছড়িয়ে পড়েছে।  এখন পর্যন্ত বিশ্বব্যাপী ছয় লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ২৭ হাজার ৪৬৮ জনের মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।