এপ্রিল ১৮, ২০২০ ০৬:৪৩ Asia/Dhaka
  • প্রতি বছর লাখ লাখ আফগান তরুণ কাজের সন্ধানে ইরান প্রবেশ করেন (ফাইল ছবি)
    প্রতি বছর লাখ লাখ আফগান তরুণ কাজের সন্ধানে ইরান প্রবেশ করেন (ফাইল ছবি)

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে বসবাসরত হাজার হাজার আফগান নাগরিকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেছে প্রদেশের বিদেশি অভিবাসী বিষয়ক মহাপরিচালকে কার্যালয়। এসব আফগান নাগরিকের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

ইরানের এ পদক্ষেপে তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তেহরানস্থ আফগান দূতাবাস। গতকাল (শুক্রবার) দূতাবাসের পক্ষ থেকে কেরমানের প্রাদেশিক প্রশাসনের কাছে লেখা এক চিঠিতে ওই কৃতজ্ঞতা জানানো হয়। এ ছাড়া, চিঠিতে বর্তমানে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে বেকার হয়ে পড়া এসব আফগান নাগরিকের প্রতি মানবিক ত্রাণসাহায্য অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।

কেরমান প্রদেশের স্থানীয় প্রশাসন সেখানে বসবাসরত পাঁচ হাজার আফগান নাগরিকের মধ্য থেকে মানবিক ত্রাণ পেতে পারে এমন ব্যক্তিদের শনাক্ত করে তাদের মধ্যে বিনামূল্যে মাস্ক ও গ্লাভসসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে। একইসঙ্গে এসব মানুষকে প্রয়োজনীয় খাদ্য সাহায্য দেয়ারও পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের লাখ লাখ তরুণ ও যুবক দীর্ঘদিন ধরে ইরানে বসবাস করছেন। তারা ইরানের নির্মাণ খাতসহ নানা খাতে কর্মরত রয়েছেন। ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর প্রতিটি প্রদেশের সরকারের পক্ষ থেকে এসব আফগান নাগরিকের জন্য ত্রাণ সহায়তার বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ঘোষণা করেছেন, আফগান নাগরিকদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ