জুন ০৫, ২০২০ ১৭:১৩ Asia/Dhaka
  • ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ান
    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ান

ইরানে একজন গুপ্তচরকে কারাদণ্ড দেয়ার পরিপ্রেক্ষিতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বক্তব্য দিয়েছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, এই ঘটনা তেহরান-প্যারিসি সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ান আজ (শুক্রবার) ইরানের জাতীয় নিরাপত্তা ইস্যুতে হস্তক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ওই গুপ্তচরের বিরুদ্ধে কারাদণ্ড ঘোষিত হওয়ার ফলে ইরান ও ফ্রান্সের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

লে দ্রিয়ান হুমকি দিয়ে বলেন, এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকলে তা দু’দেশের সম্পর্ক এবং পারস্পরিক আস্থাকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ওই গুপ্তচরকে মুক্তি দেয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানান।

ফারিবা আদেলখা

সম্প্রতি ইরানের একটি আদালত গুপ্তচরবৃত্তি ও দেশের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টিকারী তৎপরতায় জড়িত থাকার দায়ে ইরানি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ফারিবা আদেলখা’কে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় আদেলখা’কে মুক্তি দেয়ার আহ্বান জানালেন যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি সম্প্রতি বলেছেন, ইরানি নাগরিকদের বিচার করার পূর্ণ এখতিয়ার এদেশের বিচার বিভাগের রয়েছে। তিনি আরো বলেন, ফারিবা আদেলখাকে একজন ইরানি নাগরিক হিসেবে আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ দেয়া হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ