ট্রাম্প প্রশাসনের কাছে আইন অমান্য শিখেছে আমেরিকার জনগণ: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i80685
মার্কিন সরকার একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় আমেরিকার জনগণ আইন মেনে চলার সরকারি আহ্বান প্রত্যাখ্যান করছে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ১৫, ২০২০ ০৬:০৮ Asia/Dhaka
  • ট্রাম্প প্রশাসনের কাছে আইন অমান্য শিখেছে আমেরিকার জনগণ: ইরান

মার্কিন সরকার একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় আমেরিকার জনগণ আইন মেনে চলার সরকারি আহ্বান প্রত্যাখ্যান করছে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, “মার্কিন প্রশাসন যখন আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পদদলিত করার নেশায় মেতে উঠেছে তখন নিজ দেশের জনগণের পক্ষ থেকে আইন মেনে চলার প্রত্যাশা দুরাশা ছাড়া আর কিছু নয়।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প্র সম্প্রতি নিজেকে ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রেসিডেন্ট’ দাবি করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের জের ধরে যারা সরকার বিরোধী বিক্ষোভ দেখাচ্ছে তারা আইন লঙ্ঘন করছে এবং তাদেরকে দমনের জন্য বিশেষ বাহিনী মোতায়্নে করা হবে।

কৃষ্ণাঙ্গ যুবক ফ্লয়েডের হত্যাকাণ্ডের জেরে সম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ হয় নিউ ইয়র্ক, পোর্টল্যান্ড, লস অ্যাঞ্জেলসসহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এই বিক্ষোভ থামাতে যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্যের কমপক্ষে ২৫টি শহরে কারফিউ জারি করতে হয়।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।