হরমুজ প্রণালীর পশ্চিমে মহানবী (স.) মহড়ার চূড়ান্ত পর্ব শুরু করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i81815-হরমুজ_প্রণালীর_পশ্চিমে_মহানবী_(স.)_মহড়ার_চূড়ান্ত_পর্ব_শুরু_করল_ইরান
হরমুজ প্রণালীর পশ্চিমে হরমুজগান প্রদেশে ‘মহানবী (স.)-ফোরটিন’ সাংকেতিক নামের বিশাল সামরিক মহড়ার চূড়ান্ত পর্ব আজ (মঙ্গলবার) সকাল থেকে শুরু হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৮, ২০২০ ১৫:৪১ Asia/Dhaka

হরমুজ প্রণালীর পশ্চিমে হরমুজগান প্রদেশে ‘মহানবী (স.)-ফোরটিন’ সাংকেতিক নামের বিশাল সামরিক মহড়ার চূড়ান্ত পর্ব আজ (মঙ্গলবার) সকাল থেকে শুরু হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী ও আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স যৌথভাবে এ মহড়া চালাচ্ছে। চূড়ান্ত পর্বে ক্ষেপণাস্ত্রের সাহায্যে সাগরে শত্রুর কল্পিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে অ্যাটাক ড্রোন। এর পাশাপাশি সাগরে মাইন স্থাপন করে শত্রুর নৌযানগুলোকে ধ্বংসের মহড়াও চলছে। মহড়ায় উন্নত রাডার, যুদ্ধজাহাজ ও হেলিকপ্টারসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

এছাড়া এবারের মহড়ায় প্রথমবারের মতো ইরানের সামরিক স্যাটেলাইট নুর-কে কাজে লাগানো হচ্ছে। নুর স্যালেটাইট থেকে পাঠানো ছবির মাধ্যমে পুরো মহড়া-এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। একইসঙ্গে স্যাটেলাইটের ছবি ও তথ্যের ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

নুর হচ্ছে ইরানের প্রথম সামরিক স্যাটেলাইট। গত ২২ এপ্রিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সাফল্যের সাথে দেশের প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করে এবং তা সফলভাবে কক্ষপথে স্থাপিত হয়।

ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমি থেকে ‘নুর’কে নিক্ষেপ করা হয়। কৃত্রিম উপগ্রহ কক্ষপথ পর্যন্ত বহন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাহক রকেট কাসেদ।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।