লেবাননের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে ইরানের দুই মন্ত্রীকে প্রেসিডেন্টের নির্দেশ
https://parstoday.ir/bn/news/iran-i82064-লেবাননের_সঙ্গে_সার্বক্ষণিক_যোগাযোগ_রাখতে_ইরানের_দুই_মন্ত্রীকে_প্রেসিডেন্টের_নির্দেশ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আশা প্রকাশ করে বলেছেন, লেবাননি জাতি ধৈর্য ও সংহতির মাধ্যমে বর্তমান কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৬, ২০২০ ১৬:২৬ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আশা প্রকাশ করে বলেছেন, লেবাননি জাতি ধৈর্য ও সংহতির মাধ্যমে বর্তমান কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।

তিনি আজ (বৃহস্পতিবার) লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে ফোনালাপে আরও বলেছেন, ইসলামি ইরান সব সময় লেবাননের পাশে আছে এবং থাকবে।

তিনি বলেন, ইরানের জনগণ এবং সরকারও বৈরুতের বিস্ফোরণে দুঃখ ও কষ্ট অনুভব করছে। এ সময় প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানকে লেবাননের সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে যাতে যেকোনো প্রয়োজনে অবিলম্বে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়।

মিশেল আউন

এ সময় লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন তার দেশের প্রতি ইরানিদের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরান যেকোনো সংকটে সব সময় লেবাননের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

গত বুধবার লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ১৩৭ জন নিহত ও অন্তত পাঁচ হাজার মানুষ আহত হয়েছে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।