করোনার মধ্যে নিষেধাজ্ঞা চালু রাখা জাতিগত শুদ্ধি অভিযানের নামান্তর: ইরান
(last modified Tue, 13 Oct 2020 03:27:54 GMT )
অক্টোবর ১৩, ২০২০ ০৯:২৭ Asia/Dhaka
  • ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি
    ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি

ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি করোনাভাইরাস মহামারীর এই সময়ে তার দেশের বিরুদ্ধে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞাকে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ বলে অভিহিত করেছেন। তিনি সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৬৭তম সম্মেলনে একথা বলেন।

ভিডিও লিঙ্কের মাধ্যমে দেয়া বক্তব্যে নামাকি বলেন, কোনো কোনো দেশ ইরানে ইনফ্লুয়েঞ্জার ভ্যাক্সিন আমদানির পথে নানাবিধ সমস্যা তৈরি করে রেখেছে। এর ফলে এই ভ্যাক্সিন আমদানি করার ক্ষেত্রে দাম বেড়ে যাওয়াসহ তেহরানকে আরো অনেক প্রতিবন্ধকতার মোকাবিলা করতে হচ্ছে।  

ভিডিও লিঙ্কের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে বক্তব্য রাখেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী

আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞার কারণে রেমডিসিভির ও ফ্যাবিপিরাভির- এর মতো ওষুধ আমদানি করতে ইরানকে যথেষ্ট বেগ পেতে হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে এই ওষুধগুলো ইরানে তৈরি হচ্ছে এবং সাতটি গবেষণা প্রতিষ্ঠান করোনার ভ্যাক্সিন তৈরির চেষ্টা করে যাচ্ছে।

ইরানে তৈরি করোনার ভ্যাক্সিন এরইমধ্যে পশুর ওপর প্রয়োগ করে ইতিবাচক ফল পাওয়া গেছে বলেও জানান সাঈদ নামাকি। তিনি বলেন, শিগগিরই মানবদেহে এই ভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ চালানো হবে।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব থেকে করোনাভাইরাস নির্মূলের স্বার্থে তার দেশের ওপর থেকে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ সুগম করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান। #

পার্সটুডে/এমএমআই/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ