অক্টোবর ১৩, ২০২০ ১০:০২ Asia/Dhaka
  • ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের (ডানে) সঙ্গে সোমবার বাগদাদে সাক্ষাৎ করেন আব্দুননাসের হেম্মাতি
    ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের (ডানে) সঙ্গে সোমবার বাগদাদে সাক্ষাৎ করেন আব্দুননাসের হেম্মাতি

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরাকে আটকে পড়া অর্থের বিনিময়ে ইরানকে জরুরি ও মৌলিক পণ্য সরবরাহ করতে রাজি হয়েছে বাগদাদ। ইরাক সফররত ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুননাসের হেম্মাতি স্বাগতিক দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তাদের এ সম্মতির কথা জানান।

তিনি নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোষ্টে বলেন, বিষয়টি নিয়ে ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ট্রেড ব্যাংক অব ইরাক বা টিবিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে তার ত্রিপক্ষীয় বৈঠকে ‘উল্লেখযোগ্য সমঝোতা’ অর্জিত হয়েছে। ইরানের আটকে পড়া অর্থ মূলত টিবিআই’র কাছে রয়েছে।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হেম্মাতি সোমবার  একদিনের সফরে বাগদাদ যান

ইরান থেকে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ আমদানি বাবদ কয়েকশ’ কোটি ডলার টিবিআই’তে আটকা পড়েছে। ইরাক এই অর্থ ইরানকে পরিশোধ করতে চাইলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হচ্ছে না। হেম্মাতি বলেন, ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা কাজেমি দু’দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার এই সমঝোতায় সন্তোষ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী কাজেমি ইরাকের কেন্দ্রীয় ব্যাংক ও টিবিআই’কে অর্জিত সমঝোতা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বলেও জানান হেম্মাতি। তিনি বলেন, ইরাকের প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রতি সপ্তাহে বিষয়টি তদারকি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানের পণ্য ও সেবা আমদানির দিক দিয়ে চীনের পরেই ইরাকের অবস্থান। #

পার্সটুডে/এমএমআই/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ