আহওয়াজ শহরে সন্ত্রাসী হামলার মূল হোতাকে আটকের ঘোষণা দিল ইরান
-
ফারাজুল্লাহ চাব
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আহওয়াজ শহরে ২০১৮ সালে সামরিক বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার মূল হোতাকে আটক করেছে ইরানের গোয়েন্দা সংস্থা। কয়েকদিন আগে আটকের খবর বের হলেও আজ (বৃহস্পতিবার) ইরান আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানালো।
আজ ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফারাজুল্লাহ চাব যিনি হাবিব আইয়ুবি নামেও পরিচিত তিনি ওই হামলার মূল হোতা। তাকে ইরানের গোয়েন্দা বাহিনী নানা প্রচেষ্টার পর আটক করতে সক্ষম হয়েছে।
ফারাজুল্লাহ চাব সাম্প্রতিক বছরগুলোতে ইরানের রাজধানী তেহরান এবং খুজেস্তান প্রদেশের বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন এবং যখন তাকে আটক করা হয়েছে তার আগ মুহূর্তেও তিনি নতুন হামলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন।

ফারাজুল্লাহ চাব কথিত আরব স্ট্রাগল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আহওয়াজ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা। তার প্রতি সরাসরি সমর্থন দিয়েছে সৌদি আরব এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা। তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পরও ইরানের ভেতরে অনেক বড় সন্ত্রাসী হামলা চালাতে সক্ষম হয়েছেন।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় যে বিবৃতি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর আহওয়াজ শহরে যে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল তার প্রধান হোতা এখন ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের হাতে।
এই সন্ত্রাসী গোষ্ঠী ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশকে ইরান থেকে বিচ্ছিন্ন করার জন্য ইসলামী সরকারের বিরুদ্ধে সশস্ত্র সহিংসতা চালিয়ে আসছে।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের হাতে আটক হওয়ার পর সরাসরি স্বীকার করেছেন যে, সৌদি আরবের গোয়েন্দা সংস্থা তাকে সহযোগিতা করত। এই সহযোগিতার অংশ হিসেবে সৌদি গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে তার বেশ কয়েকবার বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ফারাজুল্লাহ চাব।#
পার্সটুডে/এসআইবি/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।