বাইডেনের টিমের সঙ্গে যোগাযোগের খবর বানোয়াট, এটা হলুদ সাংবাদিকতা: ইরান
(last modified Fri, 20 Nov 2020 13:16:50 GMT )
নভেম্বর ২০, ২০২০ ১৯:১৬ Asia/Dhaka
  • খাতিবযাদেহ
    খাতিবযাদেহ

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগের খবর প্রত্যাখ্যান করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এ সংক্রান্ত এক দাবি প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ আজ (শুক্রবার) বলেছেন, এটা হলুদ সাংবাদিকতার আরেকটি উদাহরণ।

তিনি বলেন, জো বাইডেনের টিমের সঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির কোনো ধরণের যোগাযোগ হয়নি এবং তিনি যোগাযোগের চেষ্টাও করেননি। যোগাযোগের খবর পুরোটাই বানোয়াট বলে তিনি মন্তব্য করেন।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরাকচি তৃতীয় পক্ষের মাধ্যমে বাইডেনের টিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন।

পত্রিকাটির খবরে দাবি করা হয়েছে, আব্বাস আরাকচি নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের কানে এটা পৌঁছাতে চেয়েছেন যে ইরানের সঙ্গে যেকোনো আলোচনার আগে তাকে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। এর পরপরই ইরান আজ এ খবরের সত্যতা অস্বীকার করল।

এর আগেও মার্কিন পত্রিকা তেহরানে আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতাকে হত্যার খবর দিয়েছিল যা ছিল ভিত্তিহীন ও বানোয়াট।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ