‘যত দ্রুত সম্ভব ইরান ২০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করবে’
-
আলী আকবর সালেহি
যত দ্রুত সম্ভব ইসলামি প্রজাতন্ত্র ইরান ফোরদো পরমাণু স্থাপনায় ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করবে। ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র প্রধান আলী আকবর সালেহি আজ (শনিবার) একথা ঘোষণা করেছেন।
একতরফা মার্কিন নিষেধাজ্ঞা বিরুদ্ধে ইরানের জাতীয় সংসদে ‘স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান’ নামে একটি বিল পাস হওয়ার পর সালেহি এ ঘোষণা দেন। ইরানের সংসদে এ বিল পাস হওয়ার পর তা আইনে পরিণত হয়েছে।
আলী আকবর সালেহি বলেন, জাতীয় সংসদে বিল পাস হওয়ার পর ইরানের সরকার এবং তার সংস্থা এটি বাস্তবায়ন করতে এখন বাধ্য। তিনি ইরানের জাতীয় টেলিভিশন চ্যানেলকে বলেন, “আমরা সৈনিকের মতো এবং আমাদের আঙুল রাইফেলের ট্রিগারে রয়েছে; কমান্ডার কমান্ড দেবেন এবং আমাদের গুলি চালাতে হবে। এজন্য আমরা প্রস্তুত এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করব।”

এদিকে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএ স্বীকার করেছে যে, ইরান একটি চিঠির মাধ্যমে তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। শুক্রবার রাতে ওই চিঠি ফাঁস হয়ে যায়।
আইএইএ জানিয়েছে, রাতদিন ২৪ ঘন্টার জন্য সংস্থার পরিদর্শকরা ইরানে অবস্থান করছেন এবং তারা নিয়মিত ফোর্দো পরমাণু স্থাপনা পরিদর্শন করেন। ইরানের জাতীয় সংসদ এর আগে আইএইএ’র পরিদর্শক দলকে বহিষ্কার করার জন্য ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যদিও দৃশ্যত তেহরান এ সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নেয় নি।#
পার্সটুডে/এসআইবি/২