'ট্রাম্পের নিবর্তনমূলক নিষেধাজ্ঞার কথা কখনো ভুলবে না ইরানের জনগণ'
https://parstoday.ir/bn/news/iran-i85987
ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তেহরানের বিরুদ্ধে যে নিবর্তনমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার কথা কখনো ইরানের জনগণ ভুলে যাবে না।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ১২, ২০২১ ২০:০২ Asia/Dhaka
  • আলী রাবিয়ি
    আলী রাবিয়ি

ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তেহরানের বিরুদ্ধে যে নিবর্তনমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার কথা কখনো ইরানের জনগণ ভুলে যাবে না।

আজ (মঙ্গলবার) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে আলী রাবিয়ি মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে বহু দেশের নিরাবতারও সমালোচনা করেন। তিনি বলেন বলেন, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর ও নির্মম নিষেধাজ্ঞা আরোপ করেছেন তবে পরিণতিতে তা এখন হিতে বিপরীত হয়েছে। এখন নিজেরাই বিপদের মুখে। এ সময় তিনি আমেরিকায় ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের সহিংসতার দিকে ইঙ্গিত করেন।

ইরান সরকারের এ মুখপাত্র বলেন, তেহরান বারবার সতর্ক করে বলেছে যে, ট্রাম্পের এই বলদর্পী নীতি শুধুমাত্র ইরানের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। এখন তারই প্রতিফলন ঘটেছে।

আলী রাবিয়ি আরো বলেন, মার্কিন নির্বাচনের দিন পশ্চিমা নীতির আসল পরাজয় ঘটে নি বরং যেদিন জাতিসংঘে আমেরিকা একঘরে হয়ে গেছে সেদিন তাদের প্রকৃত পরাজয় ঘটেছে।#

পার্সটুডে/এসআইবি/১২