চলমান মহড়া বন্ধুর জন্য শান্তি আর শত্রুর জন্য কঠোর বার্তা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i86186-চলমান_মহড়া_বন্ধুর_জন্য_শান্তি_আর_শত্রুর_জন্য_কঠোর_বার্তা_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর 'শক্তিমত্তা-৯৯' মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স শারকি বলেছেন, চলমান মহড়ার মাধ্যমে মিত্র দেশগুলোর কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা পাঠানো হয়েছে। একইসঙ্গে শত্রুরা এই মহড়া থেকে যথার্থ বার্তা নেবে এবং হুমকি দেওয়ার পথ পরিহার করবে বলে আশা করা হচ্ছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ২০, ২০২১ ১৯:০৪ Asia/Dhaka
  • চলমান মহড়া বন্ধুর জন্য শান্তি আর শত্রুর জন্য কঠোর বার্তা: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর 'শক্তিমত্তা-৯৯' মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স শারকি বলেছেন, চলমান মহড়ার মাধ্যমে মিত্র দেশগুলোর কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা পাঠানো হয়েছে। একইসঙ্গে শত্রুরা এই মহড়া থেকে যথার্থ বার্তা নেবে এবং হুমকি দেওয়ার পথ পরিহার করবে বলে আশা করা হচ্ছে।

তিনি আজ (বুধবার) আরও বলেন, শত্রুদের মস্তিষ্কে যদি ইরানে হামলা চালানোর কোনো দুরভিসন্ধি থাকে তাহলে তাদের জেনে রাখা উচিত স্বল্পতম সময়ের মধ্যে তাদেরকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে এবং তারা অনুশোচনা করতে বাধ্য হবে। 

মহড়ার মুখপাত্র বলেন, এবারের মহড়ায় দ্রুততম সময়ের মধ্যে বিমানের সাহায্যে সেনা ও সামরিক সরঞ্জাম স্থানান্তরের অনুশীলন করা হয়েছে। 

ইরানের সেনাবাহিনী আরও বলেছে, তারা পদাতিক ইউনিটের যুদ্ধপ্রস্তুতির মূল্যায়ন করতে এবং যেকোনো হুমকির মোকাবেলায় দক্ষতা আরও বাড়াতে এই মহড়ার আয়োজন করেছে। 

গতকাল সেনাবাহিনীর এয়ারবর্ন ব্রিগেডের ছত্রীসেনারা আজ হেলিকপ্টার ও বিমান থেকে কল্পিত শত্রুর অবস্থানে অবতরণের অনুশীলন করেছে। এ সময় আকাশে অন্যান্য বিমানের মহড়াও লক্ষ্য করা যায়। 

গতকাল (মঙ্গলবার) থেকে এই মহড়া চলছে।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।