ইসলামি বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকীর ব্যতিক্রমী শোভাযাত্রা
(last modified Wed, 10 Feb 2021 06:55:14 GMT )
ফেব্রুয়ারি ১০, ২০২১ ১২:৫৫ Asia/Dhaka

ইরানের ইসলামি বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকী উপলক্ষে সারাদেশে ব্যতিক্রমী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি (ফার্সি ২২ বাহমান) ইমাম খোমেনী (রহ.)’র নেতৃত্বে ইসলামি বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে এবং এর মাধ্যমে দেশটি থেকে কয়েক হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত হয়ে যায়। সেই বিপ্লবের বার্ষিকীতে প্রতি বছর এই দিনে ইরানের জনগণ রাস্তায় নেমে দেশের ইসলামি শাসনব্যবস্থার প্রতি সমর্থন জানান।

কিন্তু এ বছর করোনাভাইরাসের কারণে পায়ে হেঁটে শোভাযাত্রার পরিবর্তে জনগণকে মোটরসাইকেল ও গাড়িতে করে প্রতীকী শোভাযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। কিন্তু রাজধানী তেহরানসহ সারাদেশের প্রকৃত চিত্র তুলে ধরে আইআরআইবি জানিয়েছে, সাধারণ মানুষ গাড়ি ও মোটরসাইকেল ছাড়াও লাখ লাখ মানুষ প্রতি বছরের মতো পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার এই শোভাযাত্রায় অংশ নেয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি কেউ।

দিনের শুরুতে এভাবে শুধু মোটরসাইকেলে করে শোভাযাত্রা শুরু হলেও পরবর্তীতে মানুষ পায়ে হেঁটে রাস্তায় নেমে আসেন

আজ (বুধবার) স্থানীয় সময় সকাল ৯টা থেকে সারাদেশের এক হাজারেরও বেশি শহর এবং অন্তত ১০ হাজার গ্রামের মানুষ শোভাযাত্রায় অংশ নিতে রাস্তায় বেরিয়ে আসেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পতাকা হাতে লক্ষ লক্ষ মানুষ ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইসরাইল নিপাত যাক’ ধ্বনিতে স্লোগান দেন।

ইরানের টেলিভিশনে রাজধানী তেহরানের তিন স্থানের লাইভ ছবি এভাবে দেখানো হয়

প্রতি বছর ১১ ফেব্রুয়ারির এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে ইরানি জনগণ ইসলামি প্রজাতন্ত্রের স্থপতি ইমাম খোমেনী (রহ.) এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করেন।

রাজধানী তেহরানে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রাগুলো ঐতিহাসিক আজাদি স্কয়ারে এসে শেষ হয়। সেখানে সমবেত জনসমুদ্রের উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট হাসান রুহানি। এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিশ্বের বহু দেশ থেকে প্রখ্যাত রাজনীতিবিদ, ধর্মীয় নেতা, ক্রীড়াবিদ এবং শিক্ষাবিদরা ইরানে এসেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ