চলমান যৌথ নৌ মহড়ায় ভারতও যোগ দেবে: ইরান
(last modified Tue, 16 Feb 2021 12:47:23 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ১৮:৪৭ Asia/Dhaka
  • ইরানের যুদ্ধ জাহাজ
    ইরানের যুদ্ধ জাহাজ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি বলেছেন, চলমান যৌথ নৌ মহড়ায় ভারতও অংশ নেবে।

আজ থেকে ভারত মহাসাগরের উত্তর অংশে রাশিয়া ও ইরানে যৌথ নৌমহড়া শুরু করেছে।

ইরানের নৌ কমান্ডার এ প্রসঙ্গে আরও বলেছেন, গত বছর থেকে সাগরের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে যৌথ মহড়ার আয়োজন করা হচ্ছে। আজ যৌথ মহড়ার প্রথম দিনে রাশিয়ার নৌবহর আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ভারতীয় বাহিনীও এতে যোগ দেবে।

তিনি আরও বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে একই সময়ে একাধিক ইতিবাচক ঘটনা ঘটছে। পাকিস্তানের উদ্যোগেও 'আমান' শীর্ষক মহড়া চলছে। ঐ মহড়ার লক্ষ্য নিরাপত্তা বিধান।

পাকিস্তানের ঐ মহড়ায় ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের দক্ষিণাঞ্চলীয় নৌবহরের কমান্ডার অংশ নিচ্ছেন এবং পুরো মহড়া পর্যবেক্ষণ করছেন।

ইরানের নৌ কমান্ডার খানযাদি আরও বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে যেসব উদ্যোগ দেখা যাচ্ছে তাতে এটা স্পষ্ট নৌশক্তিতে অগ্রগামী দেশগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ছে এবং তারা যৌথভাবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।